ঝিনাইদহে বালিকাদের হকি লীগ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচি ২০২১-২২ এর আওতায় ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ফজরআলী গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ জয়ারানী চন্দ্রের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক গোলক মজুমদার। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ৬টি বালিকা দল। এর মধ্যে ফাইনাল খেলায় ৩-০ গোলে ফজরআলী গার্লস স্কুল এন্ড কলেজ বিজয়ী হয়। জালালপুর মাধ্যমিক বিদ্যালয় রানার্স আপ হয়। পরে খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন