কক্সবাজারে স্বামী-সন্তানকে জিন্মির পর পর্যটককে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৪ জনের নাম উল্লেখ করে ৭জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।আজ বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে কক্সবাজার সদর থানায় এ মামলা করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান।
এর আগে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কক্সবাজারের হোটেল জিয়া গেস্ট ইনের ম্যানেজার রিয়াজ উদ্দিন ছোটনকে গ্রেফতারের কথা জানায় র্যাব। হোটেলের সিসিটিভি ফুটেজ দেখে ইতোমধ্যে দুইজনকে শনাক্ত করা হয়েছে। তারা হলেন আশিকুল ইসলাম ও আব্দুল জব্বার জয়া।
প্রসঙ্গত, বুধবার ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন এক গৃহবধূ। তিনি জানান, স্বামী-সন্তানকে জিম্মি করে হত্যার ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করেন তিন যুবক। খবর পেয়ে তাকে উদ্ধার করে র্যাব।
কক্সবাজার হোটেল-মোটেল জোনের জিয়া গেস্ট ইন নামের হোটেল থেকে বুধবার রাত দেড়টার দিকে তাকে উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ