নরসিংদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচটি কোচিং সেন্টারসহ আটটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে পৌর শহরের ব্রাক্ষন্দী বালুরমাঠ সংলগ্ন কোচিং সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, ফরাদ খান নামে এক কোচিং মালিকের ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে মুহূর্তের মধ্যেই আগুন পাশের কোচিং সেন্টার ও ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নরসিংদী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিডি প্রতিদিন/এমআই