প্রথম স্ত্রী থাকার পরও অপ্রাপ্ত বয়স্ক ছাত্রীকে বিয়েসহ নানা অভিযোগে মাদ্রাসার শিক্ষক খায়রুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার বেলা ১২ টার সময় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে ধানদিয়া ইউনিয়নের মানিকহার এলাকার শিক্ষক, শিক্ষার্থী অভিভাবকসহ শতাধিক মানুষ এ মানববন্ধন কর্মসূচি পালন করে। অভিযুক্ত সাতক্ষীরার তালা উপজেলার মানিকহার দ্বিমুখী দাখিল মাদ্রাসার শিক্ষক।
মানববন্ধনে বক্তব্য রাখেন অভিযুক্ত শিক্ষক খায়রুল ইসলামের প্রথম স্ত্রী তামান্না তানিয়া, স্থানীয় এলাকাবাসী ইমাদুল মোল্লা, আব্দুল্লাহ বিশ্বাস, রফিকুল মোড়ল, রহমত আলী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রথম স্ত্রী থাকার পরও তালা উপজেলার ধানদিয়া ওমরপুর গ্রামের মোসলেম সানার ছেলে ও মানিকহার দ্বিমুখী দাখিল মাদ্রাসার কম্পিউটার শিক্ষক খায়রুল ইসলাম গত ২১ নভেম্বর একই মাদ্রাসার দশম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসলিয়ে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেন। শিক্ষকের এমন অনৈতিক কর্মকান্ডে এলাকার সচেতন মহল বিক্ষুব্দ হয়ে উঠেছেন।
বিডি প্রতিদিন/হিমেল