করোনামুক্ত পৃথিবী ও দেশের উন্নয়ন, অগ্রগতি, শান্তি ও সমৃদ্ধির প্রত্যাশায় বগুড়া বড়দিন পালিত হয়েছে। শহরের খ্রীষ্টিয় উপাসনালয়ে শনিবার খ্রীষ্ট ধর্মাবলম্বীরা যথাযথ মর্যাদায় বড়দিন পালন করে। এ উপলক্ষে সকাল সাড়ে ৯টায় খ্রীষ্টিয় উপাসনালয়ে প্রার্থনা করা হয়। প্রার্থনা শেষে ধর্মীয় গান পরিবেশন ও যিশুর গুণকীর্তনসহ তার জীবনী সম্পর্কে আলোচনা করা হয়। বড়দিনের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন পালক গিলবার্ট মৃধা ও সমাপনী ধ্যানপর্ব পরিচালনা করেন এ্যাডভোকেট বার্নাড তমাল মন্ডল।
পরে বগুড়া পৌরসভার প্যানেল মেয়র আলহাজ শেখ অতিথিদের নিয়ে কেক কাটেন। এসময় বগুড়া খ্রীষ্টিয় মন্ডলীর সভাপতি রবার্ট রবিন মারান্ডি, খ্রীষ্টিয় উপাসনালয়ের পালক গিলবার্ট মৃধা, জেলা মহিলা শ্রমিক লীগ নেত্রী শামীমা আক্তার জলি, আবু তালেব উজ্জ্বল, মি. সৌরভ বিশ্বাস, আশের মাইকেল বেসরা, টমাস অর্পণ মন্ডল, ডা. রিটা মন্ডল, টোনাম সরকার, মার্গারেট বন্দনা জুঁই, ছবি বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে যিশু খ্রিষ্টের জন্মদিনের কেক কাটা হয়। পরে ধর্মীয় গানে গানে আনন্দ উল্লাসে মুখরিত হয় গোটা উপাসনালয় প্রাঙ্গণ।
বিডি প্রতিদিন/এএ