শনিবার সকাল থেকে চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সারাদেশের ন্যায় কুড়িগ্রামের নাগেশ্বরী,রাজারহাট ও উলিপুরে ৩ উপজেলার ২১টি ইউনিয়নের কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সামগ্রী বিতরণের কাজ চলে। নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপজেলা নির্বাচন অফিস থেকে স্বস্ব কেন্দ্রের ব্যালট পেপার, সিল, প্যাডসহ প্রয়োজনীয় অন্যান্য নির্বাচনী সামগ্রী সংগ্রহ করেন। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রয়োজনীয় সংখ্যক আইন শৃংখলা বাহিনী মোতায়েনসহ সকল প্রস্তুতি সম্পন্ন করে জেলা নির্বাচন কমিশন।
এ ব্যাপারে জেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম রাকিব জানান, ৪র্থ ধাপে ২১টি ইউনিয়নে নির্বাচন সুষ্ঠু করতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করে নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়েছে। এখনও কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আশা করছি নির্বাচন সুষ্ঠু হবে।
বিডি প্রতিদিন/এএ