২৬ ডিসেম্বর নোয়াখালী সদর ও কবিরহাট উপজেলার ১৬ ইউনিয়নে নির্বাচন। অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন করার লক্ষ্যে সব ধরণের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। বিভিন্ন কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। সকালে নোয়াখালী জিলা স্কুল মাঠে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে ব্রিফিং করা হয়েছে।
এতে নির্বাচনকে করার লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম জানান, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য পর্যাপ্তআইন শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে।
এছাড়া ১৬ ইউনিয়নে ১৫৮টি ভোট কেন্দ্র ভিত্তিক নিরাপত্তা, মোবাইল টিম, স্ট্রাকিং টিম, স্পেশাল স্ট্রাইকিং টিম, জেলা গোয়েন্দা শাখা, সাদা পোষাকে পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ ও সিনিয়র অফিসারদের তদারকি থাকবে।
বিডি প্রতিদিন/এএ