কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের পোড়ারচর গ্রামে নদী ভাঙনের শিকার ৮৩টি পরিবারকে সহায়তা প্রদান করেছে সদর উপজেলা ও জেলা প্রশাসন। গত ২০ দিন ধরে খোলা আকাশে আশ্রয় নেয়া এসব পরিবারের হাতে শনিবার শুকনো খাবার ও শীতবস্ত্র তুলে দেনর জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। এছাড়াও তাদের পুনর্বাসনের আশ্বাস দেয়া হয় এ অনুষ্ঠান থেকে।
জানা যায়, ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙনে গত দুই মাসে যাত্রাপুর ইউনিয়নের পোড়ারচর গ্রামটির পঁচানব্বইভাগ এলাকা নদীগর্ভে বিলিন হয়ে যায়। এখন সামান্য বাকি জায়গায় ঘরবাড়ি সরিয়ে খোলা আকাশে আশ্রয় নেন অনেকেই। এ বিষয়টি প্রশাসনের নজরে আসলে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাগণ সেখানে পরিদর্শনে যান। এরপর সেখানাকার পরিস্থিতি দেখে শুকনো খাবার ও শীতবস্ত্র তুলে দেয়া হয়।
বিডি প্রতিদিন/এএ