দিনাজপুরে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উপলক্ষে চিত্র প্রদর্শনী এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এছাড়াও দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শনিবার বিকেলে জেলা শিশু একাডেমি মিলনায়তনে বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি দিনাজপুর শাখার আয়োজনে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও কম্বল বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী।
সচেতন নাগরিক কমিটির সদস্য গোলাম নবী দুলালের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাক্তার আব্দুল কুদ্দুস, রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ মহারাজ স্বামী বিভাদমা নন্দ, জেলা আওয়ামী লীগ নেতা তৈবয়উদ্দিন আহমেদ চৌধুরী, সচেতন নাগরিক কমিটির সদস্য-সচিব রতন সিং, আল মামুন বিপ্লব, সংগঠনের জেলা শাখা সমন্বয়ক অ্যাডভোকেট সৈকত পাল।
এ সময় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় ভারত পাশে থেকে শক্তি সাহস যুগিয়েছে। ভারত আমাদের বন্ধুপ্রতিম দেশ। দুই দেশের সম্পর্ক আরো জোরদার করতে বাণিজ্য, ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে অগ্রণী ভূমিকা গ্রহণ করা হয়।
অনুষ্ঠানের শুরুতে শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে অতিথিবৃন্দ মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্র প্রদর্শনী পরিদর্শন করেন। অনুষ্ঠান শেষে দুই শতাধিক দরিদ্র ও অসহায়ের মাঝে কম্বল তুলে দেন অতিথিবৃন্দ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন