চতুর্থ ধাপে নাটোরের সিংড়ায় উপজেলার ১০টি ইউনিয়নের পরিষদ নির্বাচন আগামীকাল । নির্বাচন উপলক্ষ্যে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে। আজ বেলা এগারোটার দিকে প্রিজাইডিং অফিসারদের কাছে এই সরঞ্জামাদি তুলে দেন উপজেলা রিটার্নিং অফিসার সাইফুল আলম। চতুর্থ ধাপের এই নির্বাচনে সিংড়া উপজেলার বারোটি ইউনিয়নের ১১৯ কেন্দ্রে ৭৮৩ বুথে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
ব্যালট পেপার ছাড়া সকল সরঞ্জামাদি আজকেই কেন্দ্রগুলোতে পৌঁছে যাবে আগামীকাল সকালে ব্যালট পেপার কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেয়া হবে। আগামীকাল সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে। সেইসঙ্গে বিজিবি র্যাব পুলিশ এবং আনসার সমন্বয় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রতিটি কেন্দ্রে পুলিশ এবং আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবেন।
বিডি প্রতিদিন/এএ