বগুড়ার দুপচাঁচিয়ায় মামার বিরুদ্ধে আট বছরের ভাগ্নিকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ওই শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
মামলায় দুপচাঁচিয়া পৌর এলাকার শাহজাহান শেখের ছেলে রাশেদুল ইসলামকে (২০) আসামি করা হয়েছে।
থানার মামলা সূত্রে জানা যায়, বগুড়ার কাহালু উপজেলার একটি গ্রামের অটোভ্যান চালক তার স্ত্রী ও শিশুকে নিয়ে শ্বশুর বাড়ি দুপচাঁচিয়ায় সম্প্রতি বেড়াতে যান। গত ২১ ডিসেম্বর বেলা ১১টায় ভিকটিমের মায়ের চাচাতো ভাই রাশেদুল ইসলাম ভিকটিমকে চিপস খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তার বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে।
ভিকটিম রাশেদুলের বাড়ি থেকে তার নানার বাড়িতে ফিরে গেলে তার মা বাবা তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। পরে তাকে জিজ্ঞাসা করে জানতে পারে যে, তাকে রাশেদুল ধর্ষণ করেছে। এ ঘটনায় অসুস্থ ভিকটিমকে তার চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়েছে। বর্তমানে সে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার পর থেকে ধর্ষক রাশেদুল আত্মগোপনে।
দুপচাঁচিয়া থানার ওসি হাসান আলী ধর্ষণের ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন