সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) শফিকুর রহমান চৌধুরীর ব্যক্তিগত ত্রাণ তহবিল থেকে সিলেটের বিশ্বনাথে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে বিশ্বনাথের ডাক বাংলোর সম্মূখে আনুষ্ঠানিকভাবে উপজেলার এক হাজার শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
এর আগে বিতরণ পূর্ব সভায় প্রধান অথিতির বক্তব্য দেন শফিকুর রহমান চৌধুরী ও প্রধান বক্তার বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আসাদুজ্জামানের সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আমির আলী চেয়ারম্যানের পরিচালনায় সভায় বিশেষ
অতিথির বক্তব্য দেন ঢাকাস্থ ধানমন্ডি উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি
শেখ মিলি, ব্রিটিশ বাংলা চেম্বারের পরিচালক সাইদুর রহমান রেনু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর।
বিডি প্রতিদিন/এএ