মেহেরপুরের মুজিবনগরে সড়ক দুর্ঘটনায় একজন কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেহেরপুর-মুজিবনগর সড়কের পুরন্দরপুর বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ফিলু হোসেন (৪৫), তিনি পুরন্দরপুর গ্রামের মৃত খেদের আলীর ছেলে।
স্থানীয়রা জানান, ফিলু সন্ধ্যার পর মাঠ থেকে বাইসাইকেলে করে ঘাস নিয়ে বাড়ি ফিরছিলেন। ঘটনার সময় তিনি পুরন্দরপর বাজারে পৌঁছালে একটি মোটরসাইকেল মেহেরপুরের দিকে যাওয়ার সময় তাকে ধাক্কা দেয়। এতে তিনি মাটিতে পরে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
একই ঘটনায় মোটরসাইকেল আরোহী সড়কে ছিটকে পড়ে আহত হওয়ায় তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুজিবনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম গণমাধ্যমকে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/শফিক