কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ৬ লাখ ইয়াবাসহ মাহাত আমিন নামে এক রোহিঙ্গা মাদককারবারিকে আটক করেছে র্যাব-১৫। শুক্রবার দিবাগত রাতে উখিয়া উপজেলার বালুখালীর উখিয়ারঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
শনিবার সন্ধ্যায় র্যাব-১৫ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে র্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম জানান, ইয়াবা পাচারের সংবাদে উখিয়া উপজেলার বালুখালীর উখিয়ারঘাট এলাকায় অভিযান চালায় র্যাব।
অভিযানে ৬ লাখ ইয়াবাসহ মাহাত আমিন নামে এক রোহিঙ্গা মাদককারবারিকে আটক করা হয়। শনিবার তার বিরুদ্ধে মাদক আইনে উখিয়া থানায় মামলা দায়েরসহ সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই