কিশোরগঞ্জে দুটি চোরাই মোটরসাইকেলসহ সাদ্দাম হোসেন (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। শনিবার রাত সোয়া ৮টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করেছে র্যাব।
র্যাব সূত্র জানায়, বিভিন্ন স্থান থেকে গাড়ি চুরির বিষয়টি নজরে আসার পর র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের পক্ষ থেকে গোয়েন্দা নজরদারি চালানো হয়। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের নধার গ্রামে অভিযান চালায়।
এসময় দুটি চোরাই মোটরসাইকেলসহ সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়। সাদ্দাম করিমগঞ্জ উপজেলার দক্ষিণ আশতকা মানিকপুর গ্রামের উমর ফারুকের ছেলে।
র্যাবের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার বিএন এম শোভন খান জানান, গ্রেফতার সাদ্দাম হোসেন চোরচক্রের সদস্যদের কাছ থেকে নিয়মিত চোরাই মোটরসাইকেল ক্রয় করে বিভিন্নজনের কাছে বিক্রি করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। চোরচক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই