চতুর্থ ধাপে ঝিনাইদহের সদর উপজেলায় ১৫টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। ১৫টি ইউনিয়নে নির্বাচনে চেয়ারম্যান পদে ৭২ জন, সংরক্ষিত মহিলা আসনে ১৪৮ জন ও সাধারণ সদস্য পদে ৪৯৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এসব ইউপিতে ১৪৮টি কেন্দ্রে স্থায়ী ও অস্থায়ী ৭৬১টি ভোটকক্ষ রয়েছে। এতে ২ লাখ ৫৩ হাজার ৫শ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১লাখ ২৭ হাজার ৬৮৮ জন আর নারী ভোটার ১ লাখ ২৫ হাজার ৮১২ জন।
নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি, পুলিশ মোতায়েন রয়েছে। ১৫টি ইউনিয়নে পুলিশের ৩০টি মোবাইল টিম ও ৪৫টি স্টাইকিং রিজার্ভ ফোর্স টহল দিচ্ছেন। প্রতিটি ইউনিয়নে ৫ জন জুডিশিয়াল ও ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া র্যাবের রয়েছে ১টি স্টাইকিং রিজার্ভসহ ৩৮জন সদস্য।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ