চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ঠাকুরগাঁও সদর উপজেলার ২০টি ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।
আজ রবিবার দিনের প্রথম প্রহরেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোটারদের মধ্যে আনন্দ দেখা গেছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হবে বিকাল ৪টায়।
ভোট দিতে আসা বিলকিস বেগম বলেন, দেরি করে ভোট দিতে এলে অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করতে হয়। আর শুরুতে ভিড় কম থাকায় বেশি সময় লাগে না। তাই ভোট শুরুতেই দিতে এসেছি।
ভোটার আব্দুর রহমান বলেন, আমার কাছে যে প্রার্থী সৎ, যোগ্য ও ভালো মানুষ মনে হয়েছে তাকে ভোট দিয়েছি। আর প্রথম প্রহরে ভোট দিতেই আমি সাচ্ছন্দ্যবোধ করি। ভোট দিতে পেরে অন্যরকম একটি অনুভূতি হচ্ছে, যা বলে বোঝানোর মত না।
ঠাকুরগাঁও সদর উপজেলায় অনুষ্ঠিত ইউপি নির্বাচনে সদর উপজেলার ২০টি ইউনিয়নে মোট প্রার্থীর সংখ্যা ৯৬০ জন। চেয়ারম্যান পদে ৭৩ জন, সংরক্ষিত মহিলা আসনে ২০৯ জন, সাধারণ সদস্য পদে ৬৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসের তথ্য মতে, সদর উপজেলার ২০টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৯ হাজার ৪৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোট ১ লাখ ৮৬ হাজার ৯৮৮ জন ও নারী ভোটার ১ লাখ ৮২ হাজার ৪৪৫ জন। মোট ভোট কেন্দ্র ১৮৮টি।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ