ফেনীর সোনাগাজী ও দাগনভূঞার ১৪ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। সকালে দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নে প্রচুর সংখ্যক ভোটারের উপস্থিতি দেখা গেছে। এ উপজেলার শুধু এই ইউপিতেই চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন হচ্ছে ইভিএমে। সোনাগাজী উপজেলার বিভিন্ন কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করায় ১৩ এজেন্টকে আটক করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এদিকে নির্বাচন পূর্বরাতে সোনাগাজী উপজেলার বিভিন্ন স্থান থেকে ২৫ জনকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে বলে জানা যায়। পুরো সোনাগাজীতে বহিরাহত ঠেকাতে বিভিন্ন প্রার্খীর সমর্থকরা রাত জেগে পাহারা বসিয়েছিল।
নির্বাচন কার্যালয় সূত্র জানায়, দাগনভূঞার ৬টি ইউনিয়নের ৫টিতে ইতোমধ্যে চেয়ারম্যান পদে বিনাপ্রতিন্দ্বিতায় সরকার দলীয়রা নির্বাচিত হয়েছে। সাধারণ সদস্য পদে ২৮০ জন ভোট যুদ্ধে রয়েছেন। এ ছাড়া সোনাগাজীর ৯টির মধ্যে ২টিতে চেয়ারম্যান পদে বিনাপ্রতিন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাই বাকি ৭টি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হচ্ছে। এখানে চেয়ারম্যান পদে ২৮ জন নির্বাচনে লড়ছেন আর সাধারণ পদে ৪২১ জন মাঠে রয়েছেন।
মোট ১৪টি ইউনিয়নে ৪ লাখ ১৭ হাজার ৩৭৯ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করছেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ইতোমধ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ, র্যাব বিজিবি ও আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত আছেন।এ ছাড়া নির্বাহী এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ