ভোট দেওয়া নাগরিক দায়িত্ব। ভোট দেওয়াটা স্বাধীনতা বিষয়। আমার ভোটটা আমি দেব এটা ভেবেই ভালো লাগছে এমন মন্তব্য করছেন বিজয়নগর উপজেলার বারঘরিয়া আলহাজ্ব ফরিদ মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বঙ্গভবনের প্রথম ভোটার মন্তাজ মিয়া। আজ রবিবার সকাল ৮:১৫ মিনিটে বিজয়নগর ইউপি নির্বাচনে ভোট দিতে এসে তিনি এ কথা বলেন।
বিজয়নগর-আখাউড়া উপজেলা ১৫টি ইউনিয়নে চলছে ভোটগ্রহণ। সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ।
বারঘরিয়া আলহাজ্ব ফরিদ মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বঙ্গভবনের দ্বিতীয় ভোটার ফিরোজ আলী জানান, ভোট দিতে পেরে অনেক খুশি। অনেক দিন পরে এমন ভোট দিতে পেরেছি। এই কারণে শেখ হাসিনারে ধন্যবাদ জানাই।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিল্লুর রহমান জানান, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোটাররা উৎসুক হয়ে ভোট দিতে আসছেন। বিজয়নগরে ১০৫টি ভোট কেন্দ্র রয়েছে। মোট ভোটার রয়েছে ১ লাখ ৬৭ হাজার ৪৭৬ জন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত