চতুর্থ ধাপে যশোরের অভয়নগর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। শীত উপেক্ষা করে সকাল ৮টা থেকে কেন্দ্রে উপস্থিত হয়েছেন ভোটাররা।
৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ৪০ জন, সংরক্ষিত আসনে ৯৫ জন ও সাধারণ সদস্য পদে ২৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আটটির মধ্যে সাত ইউনিয়নে ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও শুধুমাত্র প্রেমবাগ ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হচ্ছে।
এদিকে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে নিরাপত্তার কাজে ৮টি ইউনিয়নে পুলিশের ১৮টি মোবাইল টিম টহলরত অবস্থায় রয়েছে। প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তিন প্লটুন বিজিবি, দুই প্লাাটুন কোস্টগার্ড ও র্যাবের তিনটি টহল টিমসহ ৯২৫ জন পুলিশ এবং এক হাজার ৪৬২ আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।
ভোটাররা জানিয়েছেন, পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে শান্তিপূর্ণভাবেই তারা ভোট দিতে পারছেন।
প্রেমবাগ ইউনিয়নের প্রেমবাগ প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার মিনা খানম জানান, সুষ্ঠুভাবে ভোটগ্রহণে সবধরণের উদ্যোগ নেয়া হয়েছে এবং শুরু থেকে ভোটারদের সরব উপস্থিতি রয়েছে। প্রথম এক ঘণ্টায় ভোট প্রদানের হারও অনেক ভাল।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত