মুন্সীগঞ্জের লৌহজং ও সিরাজদিখাঁন উপজেলায় ২৩ টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ রবিবার সকাল ৮ টা থেকে লৌহজং উপজেলার ৯ টি ও সিরাজদিখান উপজেলার ১৪ টি ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়।
তবে এজেন্ট বুথে আসতে দেরি হওযায় সিরাজদিখানের চিত্রকোট ইউনিয়নের খালপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১১ মিনিট বিলম্ব করে ভোটগ্রহণ শুরু হয় বলে জানান প্রিজ্রাইডিং অফিসার আমিনুল ইসলাম।
দুই উপজেলার ২৩ টি ইউনিয়নের সবকয়টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ব্যালট পেপারের মাধ্যমে। এ নির্বাচনে দুই উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮৫ জন প্রার্থী, পাশাপাশি সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদে ৯৪৮ জন বিভিন্ন প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবে ভোটের মাঠে।
এতে ২২৫ টি ভোট কেন্দ্রে ৩ লাখ ৮৫ হাজার ৭৭৭ জন নারী ও পুরুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ভোট কেন্দ্রে গুলোতে ৮ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও ৬ প্লাটুন বিজিবি, ৪ প্লাটুন র্যাব, পুলিশের ৩২টি মোবাইল টিম সহ ৮টি স্টাইকিং ফোর্স ও একটি রিজার্ভ টিম নজরদারির মাধ্যমে স্বয়ংক্রিয় থাকবে।
এছাড়াও নির্বাচনে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ১৩০০ পুলিশ সদস্যসহ এবার আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের মোট প্রায় ৫ হাজারের বেশি সদস্য দায়িত্ব পালন করবে জানিয়েছে জেলা রিটার্নিং কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত