চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে মানিকগঞ্জের দুই উপজেলায় ১৬ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এর মধ্যে ঘিওর উপজেলার ৭ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৬জন, সাধারণ কাউন্সিলর পদে ২৬৫ এবং নারী কাউন্সিলর পদে ৮০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৬৫টি কেন্দ্রে মোট ভোটার ১ লাখ ২৬ হাজার ৪৬২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬২ হাজার ৮৭০ জন এবং নারী ভোটার ৬৩ হাজার ৫৯২ জন।
আর সাটুরিয়া উপজেলায় ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৬জন, সাধারণ কাউন্সিলর পদে ২৮৩ জন এবং নারী কাউন্সিলর পদে ৯৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৮৬টি ভোট কেন্দ্রে ভোট ভোটার ১ লাখ ৪২ হাজার ৪ জন। এর মধ্যে ৭০ হাজার ৫৮৩ জন এবং ৭১ হাজার ৪২১ জন।
জেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান জানান, প্রতি কেন্দ্রে একজন প্রিজাইডিং কর্মকর্তাসহ সহকারি প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তারা ভোট নেওয়ার দায়িত্ব পালন করছেন।
আইনশৃঙ্খলা রক্ষায় ৫ স্তরের নিরাপত্তা বলয়ে প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসার সদসস্যের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে র্যাব, বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন।
বিডি প্রতিদিন/কালাম