কুমিল্লার চৌদ্দগ্রামের ৩নং জগন্নাথ দিঘি ১১৬ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নাতির হাত ধরে ভোট কেন্দ্রে আসেন প্রায় শতবর্ষী রাজিয়া বেগম। কাঁপা কাঁপা কণ্ঠে বলেন, ‘অইতে হারে আঁর জীবনের এইডা শ্যাষ ভোট। আঁই কোনো ভোট দেওন বুঝি না। আঁর নাতি ভোট ভাঙ্গি বাক্সত হালাইছে। (হতে পারে আমার জীবনের এটা শেষ ভোট। আমি ভোট দেওয়া বুঝি না। আমার নাতি ভোট বাক্সে ফেলেছে)।’
ভোট দিতে পেরে খুশি রাজিয়া বেগম। তিনি ইউনিয়নের উত্তর বেতিয়া গ্রামের বাসিন্দা। এদিকে সকাল থেকে শান্তিপূর্ণ ভোট চলছে বলে জানিয়েছেন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রিন্টু বিশ্বাস। কেন্দ্রটিতে ২১১৫ জন ভোটার রয়েছে।
উল্লেখ্য, আজ রবিবার চতুর্থ ধাপে কুমিল্লার আদর্শ সদর, ব্রাহ্মণপাড়া ও চৌদ্দগ্রাম উপজেলার ২৬ টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে।
বিডি প্রতিদিন/ফারজানা