শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কাউসার হোসেন কাজল সরকার (৫০) নামে এক দলিল লেখকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৩ জন।
মঙ্গলবার দুপুরে ভেদরগঞ্জ উপজেলার (ডি এম খালী) সখিপুর সড়কের হকপুরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত কাজল হাজী কান্দি গ্রামের মরহুম আজিজুল হক সরকারের পুত্র। আহতরা হলেন মহিম চৌধুরী (২০), নাদিম চৌধুরী (১৯) ও রায়হান সরদার ( ১৬)।
স্থানীয়রা জানান, দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে এক জনের মৃত্যু হয়েছে। অপর দিকে মোটরসাইকেল চালকসহ আরো ২ জন গুরুত্বর আহত হয়েছে। পরে স্থানীয়রা উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় আহত তিন জনকে ঢাকায় প্রেরণ করেন।
বিডি প্রতিদিন/হিমেল