ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা এবং নবীনগর উপজেলার ২২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যানদের জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১জানুয়ারি) শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ বাক্য পাঠ করান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন খান, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান, নবীনগর উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক, সরাইল উপজেলা নির্বাহী অফিসার আরিফুল হক মৃধুল প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল