ঝিনাইদহ সদরের বিষয়খালী পশ্চিম পাড়া গ্রামে জমির মাটি পরিবহনকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আতদের মধ্যে পাঁচজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, বিষয়খালী পশ্চিত পাড়া মাঠে নিজের জমি থেকে মাটি কেটে পাওয়ার ট্রিলারে করে বাড়িতে নিচ্ছিলেন সাহেব আলী। সেসময় মিন্টু মিয়ার জমির ওপর দিয়ে পাওয়ার ট্রিলার গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে উভয় পরিবারের লোকজন লাঠি, ধারালো অস্ত্র নিয়ে মারামারিতে লিপ্ত হয়। এতে আহত কয়েকজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই