গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন কোটালীপাড়া উপজেলার নবনির্বাচিত ৯ ইউপি চেয়ারম্যান ও তাদের পরিষদের সদস্যরা।
মঙ্গলবার উপজেলার পিঞ্জুরী, হিরণ, শুয়াগ্রাম, আমতলী, কান্দি, কলাবাড়ি, সাদুল্লাপুর, বান্ধাবাড়ি ও কুশলা ইউপি চেয়ারম্যানরা তাদের পরিষদের সদস্যদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, কোটালীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস ও সাধারণ সম্পাদক আয়নাল হোসেন।
বিডি প্রতিদিন/এমআই