লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ৭০ বোতল ফেনসিডিলসহ হুমায়ুন কবির নামে এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। আটককৃত হুমায়ুন কবির হাতীবান্ধা উপজেলার বড়খাতা হাইওয়ে থানার কনস্টবল পদে কর্মরত।
মঙ্গলবার বিকেলে কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের সিরাজুল মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ ওই পুলিশের কনস্টেবলকে আটক করা হয়েছে।
জানা গেছে, লালমনিরহাট মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদফতরের একটি দল। কাকিনা রংপুর আঞ্চলিক সড়কে একটি মোটরসাইকেল সন্দেহমূলক ভাবে আটক করা হয়। পরে মোটরসাইকেল ও আরোহী পুলিশ কনস্টবল হুমায়ুন কবিরকে তল্লাশী চালিয়ে একটি বস্তার ভিতরে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
লালমনিরহাট মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদফতরের সহকারী পরিচালক খায়রুল বাশার জানান, এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে আটক হুমায়ুন কবিরের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
হাতীবান্ধা হাইওয়ে থানার ওসি আব্দুল হাকিম আজাদ সত্যতা নিশ্চিত করে বলেন, হুমায়ুন কবির পুলিশ কনস্টবল পদে কর্মরত আছেন। তিন একমাসের জন্য বগুড়া হাইওয়েতে থাকার জন্য একটি চিঠি নিয়ে বগুড়া যাচ্ছিলেন পথে এই ঘটনা ঘটে।
বিডি প্রতিদিন/এএ