গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ী এলাকায় দুটি করাত কল ও দুইটি মিষ্টির দোকানকে ভ্রাম্যমাণ আদালতে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার বড়ইবাড়ীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইটি অবৈধ করাত কলকে দশ হাজার টাকা এবং দুইটি মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। এসময় উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/এমআই