বান্দরবানে করোনা পরিস্থিতি ও স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কে জেলা কালেক্টরেট সভাকক্ষে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।
তিনি জানান, আগামীকাল বুধবার হাঁটের দিন করোনা সম্পর্কে সতর্কতা বিষয়ে উদ্বুদ্ধকরণ কর্মসূচি শুরু হচ্ছে। এছাড়া কালেক্টরেট প্রাঙ্গণে চলমান বিসিক পণ্য মেলা বুধবার থেকে বন্ধ করে দেওয়া হয়। সভায় জেলার সার্বিক করোনা পরিস্থিতি এবং ভ্যাকসিন কার্যক্রম পর্যালোচনা করা হয়।
অন্যান্যদের মধ্যে সিভিল সার্জন ডা. অংসুইপ্রু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মোহাম্মদ সাদেক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া আকতার সুইটি, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম পাল এবং কমিটির সদস্যরা এতে উপস্থিত ছিলেন।
করোনা ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা শেষে বান্দরবান বাজার মুদি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বিনামূল্যে বিতরণের জন্য জেলা প্রশাসকের হাতে ১২ হাজার পিস মাস্ক প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এমআই