পরিবার, সমাজ ও রাষ্ট্রে নারীর সম-অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে- স্লোগানে নারীর ক্ষমতায়ন বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সন্ধ্যায় নেত্রকোনা শহরের অজহর রোডস্থ বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার নিজস্ব কার্যালয়ে সভার আয়োজন করা হয়।
জেলা শাখার সহসভাপতি পারভীন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত আসনের এমপি হাবিবা রহমান খান শেফালী। বিশেষ অতিথি ছিলেন নেত্রকোনা পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নজরুল ইসলাম খান।
এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন, শিক্ষাবিদ অধ্যাপক মতিন্দ্র চন্দ্র সরকার, প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু পাল, জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সম্পাদক আলপনা বেগম, সিনিয়র আইনজীবী এডভোকেট মো. শহীদুল্লাহ্, অধ্যাপক পূরবী সম্মানিত, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তাহেজা বেগম এনি, আন্দোলন সম্পাদক সৈয়দা শামছুন্নাহার বিউটি, মঞ্জু সরকার ও ফাহমিদা তোতা প্রমুখ।
বক্তারা বলেন, দিনে দিনে সবকিছু পরিবর্তন হচ্ছে। নারীদের আগের অবস্থারও এখন পরিবর্তন হয়েছে। ক্ষমতায়নটাও সেভাবেই সমাজে ধীরে ধীরে এগুচ্ছে। একসময়ের পরাধীনতার শিকল পড়া ছিলো। এখন কিন্তু সেটি নেই। আর এটির একমাত্র কারণ শিক্ষা। শিক্ষায় এখন বালক স্কুলগুলোর চেয়ে বালিকা স্কুলগুলো ভালো রেজাল্ট করছে এইটা তার একমাত্র বড় প্রমাণ। নারীরা পিছিয়ে আছে বা পিছিয়ে থাকবে- এটি হতে পারে না। নারী আলাদা কেউ নন, আমাদেরই মা-বোন। তাদেরকে অবশ্যই শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। পরে অতিথিদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এএম