১৬ জানুয়ারি, ২০২২ ১৪:৪৫

ছেলের কোলে এসেও ভোট দিতে পারলেন না

মির্জা মেহেদী তমাল, নোয়াখালী থেকে

ছেলের কোলে এসেও 
ভোট দিতে পারলেন না

বয়স ৮০ পেরিয়ে ৯০ এর কৌঠায়, হাঁটতে চলতে পারেন না। ছেলের কোলে করে ভোট দিতে এসেছিলেন নিজাম উদ্দিন। রবিবার নোয়াখালী পৌরসভা নির্বাচনের মাইজদী পাবলিক কলেজ কেন্দ্রে দেখা মিলে এই ভোটারের সঙ্গে। বৃদ্ধ নিজাম উদ্দিনের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘হাত-রত নাই চলতে পারি না, তাতে কী? ভোট অধিকার, ভোট দিতেই হবে। তাই কষ্ট করে হলেও তিনি ভোট দিতে এসেছেন।’

বৃদ্ধের ছেলে বলেন, ‘পছন্দের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের ভোট দিতে বাবা ভোট কেন্দ্রে এসেছেন। অনেক কষ্ট করে এলেও বুথে গিয়ে দেখা দেয় বিপত্তি। ফিঙ্গার মিলেনি অনেক চেষ্টা করেও। পরে ভোট না দিয়েই ফিরে যেতে হলো। ইভিএমের এটা একটা বড় সমস্যা অনেক সময় তাদের ফিঙ্গার মিলছে না’।

নির্বাচন অফিস সূত্রে জানা য়ায়, নোয়াখালী পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩৪টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে মেয়র পদে ৭, কাউন্সিলর পদে ৬৩ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।  

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর