ফরিদপুরের মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের মাইজকান্দি নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিজাম শেখ (২৮) নিহত হয়েছেন। সোমবার বিকেল তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের চাপলডাঙ্গা গ্রামের মুন্নু শেখের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালানোর পেশায় নিয়োজিত ছিলেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার বিকেলে নিজাম শেখ অপর একজনকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে বোয়ালমারী থেকে ফরিদপুর যাচ্ছিলেন। সাড়ে তিনটার দিকে মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের মাইজকান্দি নামক স্থানে একটি কাঠবোঝাই নসিমনের সাথে দ্রুতগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই নিজাম শেখের মৃত্যু ঘটে। মোটরসাইকেলের অপর আরোহীকে আহত অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার মো. নাজমুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমার ওয়ার্ডের বাসিন্দা নিজাম শেখ। সোমবার বিকেলে এক সড়ক দুর্ঘটনায় তিনি মারা গেছেন।
বিডি প্রতিদিন/এএম
 
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        