কক্সবাজারের মহেশখালীতে অস্ত্র ও গুলিসহ দুই ব্যক্তিকে আটক করেছে র্যাব। মঙ্গলবার উপজেলার কালারমারছড়া ইউনিয়নের অফিস পাড়া রাস্তার মাথা থেকে তাদের আটক করা হয়।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) মো. আবু সালাম চৌধুরী সত্যতা নিশ্চিত করেছেন।
আটককৃত ব্যক্তিরা হলেন- উপজেলার হোয়ানক কেরুনতলী এলাকার ওমর আলীর ছেলে খায়রুল আলম (২৫), কুতুবজোমের সোনাদিয়া দ্বীপের নুরু মিয়ার ছেলে ছৈয়দুল করিম (৩৩)।
এএসপি আবু সালাম চৌধুরী জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে নানান অপরাধ সংঘটিত করে আসছিল। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করতে মহেশখালী থানায় অভিযোগ দাখিল করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        