২৫ জানুয়ারি, ২০২২ ১৫:৫২

ফরিদপুরে স্বাস্থ্যবিধি না মানায় ১১ জনকে জরিমানা

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে স্বাস্থ্যবিধি না মানায় ১১ জনকে জরিমানা

ফরিদপুরে হঠাৎ করেই করোনা পরিস্থিতি ফের ভয়াবহ আকার ধারন করেছে। গত ২৪ ঘণ্টায় ২৮১টি স্যাম্পল পরীক্ষায় ৯৮ জনের রিপোর্ট পজেটিভ হয়েছে। প্রতিদিনই জেলায় আক্রান্তের হার দ্রুত গতিতে বাড়ছে। এরমধ্যে ফরিদপুর সদর উপজেলায় আক্রান্তের হার সবচেয়ে বেশি। স্বাস্থ্যবিধি না মানার কারনেই আক্রান্তের হার বাড়ছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। 

এদিকে, সরকারি বিধি নিষেধ না মেনে চলাফেরা করায় মাঠে নেমেছে জেলা প্রশাসন। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের কোর্ট চত্বর, নিউ মার্কেট, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। 

এসময় মাস্ক না পড়ায় ১১ জনকে জরিমানা করা হয়। এছাড়া বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও মার্কেটগুলোতে অভিযান চালানো হয়। এসময় ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলা রাখার কথা বলা হয়। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে সকলকে চলাফেরা করার জন্য সচেতনতামূলক মাইকিং করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট এস এম ইমাম রাজিব জানান, সরকারি বিধি নিষেধ যারা মানবেন না তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর