লক্ষ্মীপুরে অস্ত্র ও গুলিসহ পুলিশের তালিকাভুক্ত দুর্ধর্ষ ডাকাত মানিক ওরপে কালা মানিককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার। এর আগে রামগঞ্জ উপজেলার কামারহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ঢাকার গুলশান, নারায়নগঞ্জ, কুমিল্লা ও রামগঞ্জ থানায় হত্যা, ডাকাতি, ডাকাতির প্রস্তুতিসহ ১৩টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান জানান, দীর্ঘদিন ধরে ডাকাত কালা মানিক ডাকাতি ও হত্যা মামলায় পলাতক ছিল। শনিবার তার স্ত্রীকে করোনার টিকা দিতে বাড়িতে আসে মানিক। খবর পেয়ে পুলিশ তাকে নজরবন্দি করে। এক পর্যায়ে রবিবার ভোররাতে উত্তর ফতেহপুর কামারহাট এলাকায় অভিযান চালিয়ে কালা মানিককে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা ও ডাকাতিসহ ১৩টি মামলা রয়েছে বলে জানান পুলিশ সুপার।
বিডি প্রতিদিন/এএ