খাগড়াছড়িতে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতি ইনস্টিটিউটে জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজাতীয় শরণার্থী বিষয় টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, বজেলা পুলিশ সুপার মহাম্মদ আবদুল আজিজ, জেলা জাতীয় মহিলা স্বাস্থ্য চেয়ারম্যান নিগার সুলতনা।
স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. মহিউদ্দিন আহমেদ। এদিকে দিবসটি উপলক্ষে সকালে পৌরসভার উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে আলোচনা সভায় খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী ও পৌর কাউন্সিলরা অংশগ্রহণ করেন। দিবসটি উপলক্ষে স্থানীয় সরকার অধিদপ্তরের উদ্যোগে র্যালি বের করা হয়।
বিডি প্রতিদিন/এমআই