ময়মনসিংহের গৌরীপুরে প্রাইভেটকার ধাক্কায় দ্ইুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন শামছ উদ্দিন (৬০) ও অজ্ঞাত আরও এক মোটরসাইকেল আরোহী। শুক্রবার সন্ধ্যায় উপজেলার রামগোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে হাসপাতালের নেয়ার পথে তাদের মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসীরা জানান, নিহত শামস উদ্দিন রামগোপালপুর এলাকার রহমানিয়া মাদ্রাসার সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এসময় কিশোরগঞ্জ গামী একটি মোটরসাইকেল শামস উদ্দিনকে ধাক্কা দিয়ে বিপরীত দিক থেকে একটি প্রাভেটকারের সাথে সংঘর্ষ হয়। এতে পথচারী ও মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলের নেবার পথে দু'জনই মারা যান।
গৌরীপুর থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে নিহত মোটরসাইকেল আরোহীর নাম পরিচয় এখনো জানা যায়নি।
বিডি প্রতিদিন/এএ