ময়মনসিংহ নগরীর ঘুন্টি রেল গেইট এলাকায় লেভেল ক্রসিং পারাপারের সময় ট্রাকের সাথে ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রেল চালক মজিবুর রহমান আহত হয়েছেন। সোমবার এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ের উপ-সহকারী নির্বাহী প্রকৌশলী কবির হোসেন রানা।
তিনি জানান, জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহের দিকে আসছিল। নগরীর ঘুণ্টি রেল ক্রসিং এলাকায় আসলে একটি ট্রাক রেলের লেভেল ক্রসিং গেইটম্যানের নির্দেশ না মেনে রেললাইন পার হওয়ার চেষ্টা করে। পরে ট্রেনের ধাক্কায় ট্রাকটি সড়কের পাশে ছিটকে পরে। এসময় ট্রেন চালক আহত হন। ট্রেনের ইঞ্জিনও কিছুটা ক্ষতিগ্রস্থ হয়েছে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মামুন রহমান বলেন, এই ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। ট্রাক চালক পলাতক রয়েছে।
বিডি প্রতিদিন/এএম