পটুয়াখালীর কলাপাড়ায় অপহরণের ১১ দিন পর অষ্টম শ্রেণির এক ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই ছাত্রী মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মঙ্গলবার কলাপাড়া থানায় তিন জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে। পুলিশ অভিযান চলিয়ে মাসুম (২০) , গোপাল মিস্ত্রি (২২) ও শাকিল (২০) নামের তিন জন যুবককে গ্রেফতার করেছে।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.আসাদুর রহমান জানান, সোমবার রাতে অপহৃতাকে করা হয়েছে। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।আসামিদের তিনজনকেই গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। মামলার তিনজনকেই গ্রেফতার করা হয়েছে বলে তিন জানিয়েছেন।
বিডি প্রতিদিন/এএম