সিরাজগঞ্জের বেলকুচিতে জমি সংক্রান্ত বিরোধে মোন্নাফ শেখ (৪৭) নামে এক গার্মেন্টস কর্মীকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার রাজাপুর গ্রামের মোন্নাফ শেখের নিজ বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মোন্নাফ শেখ রাজাপুর গ্রামেমের মৃত আব্দুল কাদের শেখের (কাদু) ছেলে। পুলিশ সকালে মোন্নাফের লাশ তার ঘর থেক উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরন করেছে।
নিহত মোন্নাফ শেখের চাচাতো ভাই গোলাম রব্বানী জানান, আব্দুল মোন্নাফ গার্মেন্টসে চাকরি করতেন। সম্প্রতি ঘর নির্মাণের জন্য বাড়িতে আসেন। রাতে মোন্নাফ খাবার খেয়ে নিজকক্ষে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে না উঠলে বাড়ির লোকজন তার ঘরের দিকে এগিয়ে গিয়ে দেখতে পান দরজা খোলা। ভেতরে প্রবেশ করে দেখেন পেটে ছুরিকাঘাত অবস্থায় রক্তাক্ত দেহ বিছানায় পড়ে রয়েছে। তিনি আরো জানান, ভাইয়ের সাথে প্রতিবেশী মজিদ শেখের (সাইতোলা) জমি সংক্রান্ত বিরোধ চলছিল। কিছুদিন আগেও মজিদ শেখের ছেলে মোস্তফা ও তার ভাগ্নেরা মোন্নাফকে মারধর করেছিল।
বেলকুচির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক সুরুতহাল অনুযায়ী মোন্নাফ শেখকে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। মরদেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম