দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার দুই যুগে প্রবেশ উপলক্ষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় গোপালগঞ্জ পৌরসভার হলরুমে আলোচনা সভা ও কেক কাটা হয়। দুই যুগে প্রবেশে কেক কাটেন পৌর মেয়র কাজী লিয়াকত আলী, জাতীয় দলের সাবেক অধিনায়ক ইলিয়াস হোসেন।
জেলা প্রতিনিধি আমিনুল হাসান শাহীনের সঞ্চালনায় আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম মিটু, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি আবু সিদ্দিক সিকদার, স্টান্ডার্ড ব্যাংকের এভিপি মুনির হাসান, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম মুরাদ, যমুনা টিভির ষ্টাফ রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আলী নাঈম খান জিমি, শহর আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট গোলাম কবির, দৈনিক বর্তমান গোপালগঞ্জ পত্রিকার সম্পাদক শেখ মোস্তফা জামান। এসময় বিভিন্ন গণমাধ্যম কর্মী ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল