কক্সবাজারের পেকুয়ায় খাদ্য অধিদপ্তরের চারশত বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের চড়াপাড়া বাজারের একটি গুদাম থেকে এসব চাল জব্দ করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত।
এসময় গুদাম মালিক মো. দিদারকে আটক করে পুলিশ হেফাজতে দেন তিনি। আটক দিদার একই এলাকার কামাল হোসেনের ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার গভীর রাতে একটি ট্রাকে করে চালগুলো গুদামে নিয়ে আসেন ব্যবসায়ী মো. দিদার। বিষয়টি সন্দেহ হলে ওই গুদামে তালা দিয়ে প্রশাসনকে খবর দেয় স্থানীয় বাসিন্দারা। পরে মঙ্গলবার সকালে একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন পেকুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত।
পেকুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত বলেন, সরকারি বস্তাজাত চালগুলোর বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গুদামটি সিলগালা করা হয়েছে। একইসাথে চারশত বস্তা চাল জব্দ করা হয়েছে। বেআইনিভাবে সরকারি চাল নিজের হেফাজতে রাখায় গুদাম মালিক মো. দিদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবেও বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এএম