বাগেরহাটের মোরেলগঞ্জে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ চত্বরে নির্মিত চারতলা আইসটি ভবনের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে স্থানীয় সংসদ সদস্য আমিরুল আলম মিলন ভবনটির উদ্বোধন করেন। এ উপলক্ষে কলেজ মাঠে আয়োজিত এক সভায় সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর নিতীশ বিশ্বাস।
ভবনটি উদ্বোধন শেষে কলেজে থেকে সংবর্ধনা আমিরুল আলম মিলনকে সংবর্ধনা দেওয়া হয়। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক।
বিডি প্রতিদিন/নাজমুল