মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত রংমিস্ত্রী জাহাঙ্গীর শেখ (৪৬) মারা গেছেন।
বুধবার ভোরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত জাহাঙ্গীর শেখ রাজৈর উপজেলার হরিদাসী-মহেন্দ্রদী ইউনিয়নের মহেন্দ্রদী গ্রামে মৃত কালা মিয়া শেখের ছেলে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে রাজৈর উপজেলার হরিদাসী-মহেন্দ্রদী ইউনিয়নের মহেন্দ্রদী গ্রামের খলিল শিকদার ও ছত্তার শেখের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকালে বিরোধপূর্ণ ওই জমিতে ছত্তার শেখের ভাই রতন শেখ একটি ঘর নির্মাণ করতে গেলে খলিল শিকদারের লোকজন বাধা দেয়। পরে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সংঘর্ষে উভয়পক্ষের নারীসহ অন্তত ১৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় জাহাঙ্গীর শেখকে ঢাকা মেডিকেলে প্রেরণ করে চিকিৎসক। আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জাহাঙ্গীর শেখ।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সাদিক বিষয়টি নিশ্চিত করে জানান, মারা যাওয়ার খবর পেয়ে অভিযুক্তরা সবাই পালিয়েছে। ঘটনার সাথে জড়িতদের ধরতে অভিযান চলছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন