দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় পার্টি। বুধবার সকাল ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে জেলা জাতীয় পার্টির ব্যানারে দলীয় নেতাকর্মীরা ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন। মানববন্ধন ও সমাবেশে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন মিঠুসহ বক্তারা সরকারের সমালোচনা করেন।
সদর উপজেলার জাতীয় পার্টির সভাপতি এডভোকেট আবদুর রাজ্জাকের সভাপতিত্বে এ সময় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল হামিদ, আবু বকর ছিদ্দিক খোকন, জেলা শ্রমিক পার্টির সভাপতি মিলন শিকদার ও আনোয়ার হোসেন মনু সহ জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তাগণ দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির প্রতিবাদ জানিয়ে সরকারের কাছে দ্রুত বাজার নিয়ন্ত্রণের দাবি জানান। মানববন্ধন শেষে জেলা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে জাতীয় পার্টির নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/হিমেল