সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, শিক্ষানীতি-২০১০ বাস্তবায়ন, ঈদের পূর্বে পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদানসহ ১১ দফা দাবিতে নোয়াখালীতে মানববন্ধন করেছে শিক্ষকরা। বুধবার সকাল ১১টা থেকে ঘণ্টাব্যাপী জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে জেলার বিভিন্ন উপজেলার মাধ্যমিক শিক্ষকরা এ কর্মসূচিতে অংশ নেন।
জেলা শিক্ষক সমিতির ব্যানারে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তব্য দেন জেলা সমিতির সভাপতি মো. আবুল কাসেম, সাধারণ সম্পাদক মুহাম্মদ আলমগীরসহ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণসহ ১১ দফা দাবি দ্রুত বাস্তবায়িত না হলে ভবিষ্যতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
পরে দুপুর ১টার দিকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেন শিক্ষক নেতারা।
বিডি প্রতিদিন/ফারজানা