নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে যশোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় পার্টি। বুধবার সকাল ১১টায় যশোর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।
এক ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জাতীয় পার্টির জেলা সভাপতি আজিজুর রহমান আজিজ, কেন্দ্রীয় নেতা জহিরুল হক জহির, শরিফুল ইসলাম চৌধুরী প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, ব্যবসায়ীরা নানা অজুহাতে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে চলেছে। বিভিন্ন পণ্যের ওপর থেকে সরকার শুল্ক রেয়াত দিলেও বাজারে তার কোন প্রভাব নেই। সাধারণ মানুষ আয়ের সাথে ব্যয়ের সংগতি রাখতে পারছেন না। নেতৃবৃন্দ বলেন, এ অবস্থা চলতে থাকলে সমাজে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হবে। দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে পদক্ষেপ নেওয়ার জন্য নেতৃবৃন্দ সরকারের প্রতি আহ্বান জানান।
বিডি প্রতিদিন/হিমেল