চাঁপাইনবাবগঞ্জে মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে জাতীয় পতাকা ও সুসজ্জিত ট্রাক নিয়ে শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
বুধবার সকাল সোয়া ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের আয়োজনে বেলুন উড়িয়ে মুক্তির বহরের যাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্রনাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহসিন মৃধা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহমেদ মাহবুব-উল-ইসলাম।
পরে সুসজ্জিত ট্রাকে বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিনের নেতৃত্বে ৫০ বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে পাঁচটি উপজেলায় মুক্তির বহরের যাত্রা শুরু হয়। এসময় প্রতিটি উপজেলা নির্বাহী অফিসার ও বিভিন্ন স্তরের কর্মকর্তারা বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেন।
বিডি প্রতিদিন/এমআই