রাজবাড়ীর পাংশা সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার শিক্ষার্থী মোহাম্মদ সিফাত হত্যাকান্ডের বিচারের দাবিতে উত্তাল পাংশা শহর। গত বছরের ১৩ জানুয়ারি উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামে শিক্ষার্থীকে হাতুরি দিয়ে পিটিয়ে হত্যা করা হয় সিফাতকে। দীর্ঘদিনে সিফাত হত্যার বিচার না পাওয়ার কারণে ক্ষুদ্ধ হয় তার সহপাঠি ও স্থানীয়রা।
আজ বুধবার সকালে পাংশা সরকারি কলেজের শিক্ষার্থীরা সিফাত হত্যাকারীদের গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবিতে কলেজ প্রাঙ্গনে মানববন্ধনের আয়োজন করেন। পাংশা সরকারি কলেজের সকল শিক্ষার্থীর আয়োজনে প্রথমে কলেজ প্রাঙ্গনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের মানববন্ধন রূপ নেয় বিক্ষোভে। কলেজের শত শত শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে পাংশার প্রধান সড়ক অবরোধ করে। এ সময় কালীবাড়ী সড়কের উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। ভোগান্তির কথা বিবেচনা করে আধাঘন্টা পরে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, ২০২১ সালে সিফাতকে পিটিয়ে হত্যা করা হয়। হত্যাকান্ডের ঘটনায় পাংশা মডেল থানা পুলিশ একটি অভিযোগপত্র দায়ের করে। সেটিতে পরিবার নারাজি দিলে আদালত সেটি অধিকতর তদন্তের জন্য পিবিআইকে তদন্তের জন্য নির্দেশনা প্রদান করেন। সঠিক তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে আদালতে অভিযোগপত্র দিতে অনুরোধ করেন বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদুর রহমান বলেন, সিফাত হত্যাকান্ডের পর তার পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়। থানা পুলিশ প্রথমে মামলাটির তদন্ত করে আদালতে অভিযোগপত্র দায়ের করে। বাদীর নারাজির প্রেক্ষিতে বিজ্ঞ আদালত হত্যাকান্ডের তদন্ত প্রতিবেদন দিতে পিবিআইকে নির্দেশনা প্রদান করেন।
পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার বলেন, পিবিআই সিফাত হত্যা নিয়ে তদন্ত করছেন। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।
বিডি প্রতিদিন/এএ